Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউডিসি

 

ইউনিয়ন ডিজিটাল সেন্টার হল, ইউনিয়ন ভিত্তিক একটি সেবা কেন্দ্র। যার উদ্দেশ্য হলো তৃণমূল মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা নিশ্চিত করা। প্রতি ইউনিয়নে একজন বেকার যুবক ও একজন যুব মহিলা যৌথভাবে উদ্যোক্তা হিসাবে এই ডিজিটাল সেন্টারে সেবা দিয়ে থাকেন ।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১-ই নভেম্বর সারাদেশে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন । বর্তমানে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র নাম পরিবর্তন করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার নামকরণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার স্থাপিত হওয়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ পূরণে আরও একধাপ অগ্রগতি সাধিত হয় । সেইসাথে তৃণমূল পর্যায়ের মানুষের হাতের নাগালে চলে আসে ইন্টারনেট পরিসেবা । গ্রামীণ জনপদের মানুষ এখন অনেক সহজেই ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি, কর্মসংস্থানসহ নানা বিষয়ে স্বল্পমূল্যে সেবা গ্রহণ করছে ।