Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমুহ

১১নং হাতিয়া ইউনিয়ন পরিষদ

ডাকঘরঃ বাগুয়া, উপজেলাঃ উলিপুর, জেলাঃ কুড়িগ্রাম।

ওয়ার্ড সভার কার্যবিবরণী

ওয়ার্ড নং-০১

 

সভার স্থানঃ      নূতন অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ।

তারিখঃ           ০৩/১২/২০১২ খ্রিঃ

সময়ঃ             সকাল ১১:০০ ঘটিকা।

 

উপস্থিত সদস্যগণের স্বাক্ষর হাজিরা খাতায় সংরক্ষিত।

 

আলোচ্যসূচীঃ

১।    এলজিএসপি -২ প্রকল্পের আওতায় বাস্তবায়নের জন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি ও ইউনিয়ন পরিষদে দাখিল বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ গ্রহন।

২।    অনুমোদিত প্রকল্প বাস্তবায়নের জন্য ওয়ার্ড কমিটি গঠন ও অনুমোদন।

৩।   স্কিম সুপারভিশন কমিটি (এস এস সি) গঠন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন।

৪।    বিবিধ।                                                                                                             

                                                                                                                       

আলোচনা ও সিদ্ধান্তঃ

                        অদ্য  ০৩/১২/২০১২ খ্রিঃ তারিখ হাতিয়া ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ মোখলেছুর রহমান-এর সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হয়। সভার শুরুতে সভাপতি উপস্থিত ০১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে স্বাগত জানান।

           

         ০১নং আলোচ্য সূচী মোতাবেক সভাপতি বলেন যে, চলতি ২০১২-২০১৩ অর্থ বছরে হাতিয়া ইউনিয়নে এলজিএসপি-২ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। এ প্রেক্ষিতে সভাপতি এলজিএসপি-২ প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকার গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ সভায় উপস্থাপন করেন এবং বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। নির্দেশিকার আলোকে চলতি এবং পরবর্তী ০২ অর্থ বছরে বাস্তবায়নযোগ্য জনগুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের একটি তালিকা প্রস্ত্তত করার জন্য অদ্যকার সভায় প্রস্তাব উত্থাপন করেন।

            সভাপতির প্রস্তাবনা মোতাবেক উপস্থিত জনগণ বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহন  করেন এবং চলতি অর্থ বছরের সম্ভাব্য বরাদ্দের সাথে সঙ্গতিপূর্ণ প্রকল্প/প্রকল্পসমূহ চূড়ান্ত অনুমোদনের জন্য ইউনিয়ন পরিষদের নিকট অনুরোধ জ্ঞাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, চলতি ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য প্রকল্প গ্রহনের পর অবশিষ্ট প্রকল্প সমূহ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে পরবর্তী দুই অর্থ বছরে বাস্তবায়ন করা হবে।

 

প্রকল্প তালিকা নিম্নরূপঃ

১। নূতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আসবাব পত্র সরবরাহ করণ।

২। ১নং ওয়ার্ডের মিয়াজীপাড়া রাজ্জাক মেম্বারের বাড়ী সংলগ্ন রাস্তায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন বর্ধিত করণ।

৩। কৃষি কাজের সুবিধার্তে ১নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ০১ ফুট ডায়া রিং পাইপ স্থাপন করন।

৪। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন।

৫। ১নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র /বেঞ্চ সরবরাহ করন।

৬। ১নং ওয়ার্ডের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রাস্তার ভাঙ্গা অংশে বক্স কালভার্ট স্থাপন করন।

৭। কৃষি কাজের সুবিধার জন্য ০১ নং ওয়ার্ডের প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন সরবরাহ করন।

৮। ১ নং ওয়ার্ডের দুস্থ জনগনের মধ্যে স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপনের জন্য রিং-স্লাব সরবরাহ করন।

                                                                                              

 

            ২নং আলোচ্যসূচী মোতাবেক সভাপতি জানান যে, ইউনিয়ন পরিষদ কর্তৃক চূড়ান্ত অনুমোদনকৃত প্রকল্প সমূহ বাস্তবায়নের জন্য নির্দেশিকা মোতাবেক প্রত্যেক ওয়ার্ডের জন্য একটি ওয়ার্ড কমিটি গঠন করা প্রয়োজন। অতঃপর তিনি এলজিএসপি-২ প্রকল্প নির্দেশিকা মোতাবেক ১নং ওয়ার্ডে একটি ওয়ার্ড কমিটি গঠনের প্রস্তাব করেন।

 

            সভাপতি সাহেবের প্রস্তাবনা মোতাবেক উপস্থিত জনগন বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করেন যে, ইউনিয়ন পরিষদ কতৃক অনুমোদনকৃত প্রকল্প/প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য নিম্নরুপভাবে গঠিত ওয়ার্ড কমিটি সার্বিক দ্বায়িত্ব পালন করবে।

ক্রমিক নং

নাম

পরিচিতি

পদবী

০১

মোছাঃ খোতেজা বেগম

সংরক্ষিত ওয়ার্ড মহিলা সদস্য, ওয়ার্ড নং ১,২,৩।

আহবায়ক

০২

মোঃ মোখলেছুর রহমান

ইউপি সদস্য, ওয়ার্ড নং ০১

সদস্য সচিব

০৩

ফারুক আহমেদ

শিক্ষক

সদস্য

০৪

মোঃ হাবিবুর রহমান

মুক্তিযোদ্ধা

সদস্য

০৫

মোছাঃ মুক্তা বেগম

সমাজসেবী

সদস্য

০৬

মোছাঃ রেবা বেগম

সমাজসেবী

সদস্য

০৭

মোঃ কায়কোবাদ হোসেন

গন্যমান্য ব্যক্তি

সদস্য

           

                      ৩নং আলোচ্যসূচী মোতাবেক সভাপতি জানান যে, ওয়ার্ড কমিটি কতৃক বাস্তবায়নকৃত প্রকল্পসমূহের কাজের গুণগত মান যাচাই, সময়সীমা অনুসরণ ও বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য নির্দেশিকার আলোকে প্রত্যেক ওয়ার্ডে একটি স্কিম সুপারভিশন কমিটি (এসএসসি) গঠনের নির্দেশনা রয়েছে। সে মোতাবেক তিনি ১নং ওয়ার্ডের জন্য একটি স্কিম সুপারভিশন কমিটি(এসএসসি) গঠনের প্রস্তাব করেন। এ বিষয়ে তিনি জানান যে, ওয়ার্ড কমিটির কোন সদস্য বা ইউনিয়ন পরিষদের নির্বাচিত কোন প্রতিনিধি স্কিম সুপারভিশন কমিটি (এসএসসি)র সদস্য হতে পারবেন না।

 

            সভাপতির প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত ব্যক্তিবর্গ বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে নিম্নরুপভাবে একটি স্কিম সুপারভিশন কমিটি (এসএসসি) গঠন ও অনুমোদন করেন।

ক্রমিক নং

সদস্যমন্ডলীর নাম

পরিচিতি

পদবী

০১

মোঃ শাখাওয়াত হোসেন

ইমাম, ওয়ার্ড নং ০১, হাতিয়া।

সভাপতি

০২

মোঃ আব্দুর রাজ্জাক

গন্যমান্য ব্যক্তি, ওয়ার্ড নং ০১, হাতিয়া।

সদস্য সচিব

০৩

মোঃ আলী আফসার

উপ:সহকারী প্রকৌশলী, এলজিইডি, উলিপুর

সদস্য

০৪

মোঃ আমিনুল ইসলাম

গন্যমান্য ব্যক্তি, ওয়ার্ড নং ০১, হাতিয়া।

সদস্য

০৫

মোছাঃ লাকী বেগম

গন্যমান্য মহিলা, ওয়ার্ড নং ০১, হাতিয়া।

সদস্য

০৬

মোছাঃ জতিনা বেগম

গন্যমান্য ব্যক্তি, ওয়ার্ড নং ০১, হাতিয়া।

সদস্য

০৭

মোঃ কুদ্দুস আলী

গন্যমান্য মহিলা, ওয়ার্ড নং ০১, হাতিয়া।

সদস্য

 

            বিবিধ বিষয়ে আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

                                                                                                                        ধন্যবাদান্তে

 

 

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য                                                     সভাপতি

প্রেরণ করা হলোঃ                                                                                                        ও

১। চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ, উলিপুর, কুড়িগ্রাম।                                        ইউপি সদস্য, ওয়ার্ড নং ০১

                                                                                                               হাতিয়া ইউনিয়ন পরিষদ,

                                                                                                                   উলিপুর, কুড়িগ্রাম।